“পল্টনে আবার জনসভা হবে” ছিল তাঁর প্রথম কবিতাগ্রন্থের নাম। এ নামটিই আমাকে জানিয়ে দিয়েছিল আবু করিম কবি। সদ্যস্বাধীন বাংলাদেশে যে-কবিদের উত্থান, আবু করিম তাঁদেরই একজন। কিন্তু অগণনের অন্যতম নন, স্বভাবী স্নাতন্ত্র্যে এবং চলমানতায় ইতোমধ্যে নিজের বিশেষতা প্রমাণ করেছেন। কবে সত্তর দশক ছাড়িয়ে এসেছেন কবি। দেশকালচেতন এই কবির রচনায় কিন্তু আগের মতোই আজো উপস্থিত সাহস ও শ্রী। আবেগের সঙ্গে মননের সংগম, ছন্দমিলে কুশলতার সঙ্গে গদ্যছন্দে বিহার, দেশপ্রেমের সঙ্গে মানবীপ্রেম মিলেমিশে গেছে আবু করিমের কবিতায়। – আবদুল মান্নান সৈয়দ