”ইকিগাই” এই ছোট শব্দটি নিজেই একটি রহস্য। যে রহস্যের শক্তিতে, জাপানিরা অর্জন করে নিয়েছে দীর্ঘ ও সুখী জীবনের বরদান। রহস্যপূর্ণ শব্দটি ভাবিয়েছে সবাইকে। কী এমন রহস্য, যা বাঁচিয়ে রাখে যুগের পর যুগ ? এই প্রশ্নের সমাধানেই মরিয়া হয়ে উঠেন হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সের মিরালস। দীর্ঘ গবেষণা আর দূর অজানার ছোট্ট অঞ্চল ‘ওকিনাওয়ায়’য় পাড়ি জমানোর ফলস্বরূপ এই ইকিগাই বইটি আজ সকলের হতে এসে পোঁছেছে। জাপানিরা বিশ্বাস করে, তাদের দীর্ঘায়ু আর শক্ত মনোবলের পিছনে আছে রহস্যময় ‘ ইকিগাই ‘। যা জীবনকে পূর্ণতা দান করে, দেয় সুখী জীবনের নিশ্চয়তা। অর্থহীন জীবন তাই ইকিগাই এর সন্ধানে।