‘দ্য কম্পাউন্ড এফেক্ট’ বইটি অনুবাদ করে পাঠকের হাতে তুলে দিতে পেরেছি, ভাবতেই ভালো লাগছে। তাছাড়া বইয়ের কলেবর বড় না করে নিতান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুবাদে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, পাশাপাশি আক্ষরিক অনুবাদের পরিবর্তে মূল কনসেপ্ট তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যারা জীবনে এগিয়ে যেতে চান, স্বপ্নপূরণ করতে ছুটে চলতে পছন্দ করেন তাদের জন্য রইলো শুভকামনা।