এ কবিতাগুলো বিভিন্ন সময়ে নানা অনুভবের নানা অনুভূতি। এতে জীবনের যন্ত্রণা, ভালোলাগা-ভালোবাসা, সমকালীন রাজনীতি, ইতিহাস-ঐতিহ্য, সভ্যতার পরিক্রমণ, মানবিক রক্তক্ষরণ ও সংগ্রাম-প্রতিকূলতার নানা দিকগুলো ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ফুটে উঠেছে। এ গ্রন্থ পাঠে জীবন-জগৎ-সংকটকে নতুন করে চেনার সাথে সাথে মানব অস্তিত্বের সীমা- অসীমতাকে সৌন্দর্যের আলোয় পাঠক নতুনভাবে উপলব্ধি করতে পারবেন…