ঘৃণাও কি অনিবার্য ! ভালবাসার মতো ঘৃণাও কি লালিত হয় না গভীর গোপনে? কারো কারো ক্ষেত্র হয়। আসলেই হয়। চেনা পৃথিবতেই ঘৃণার অনেক গল্প জেনেছি আমি। ক্রোধও নিশ্চিত সেখানে। সেই ক্রোধের গভীরতায় হতবাক হয়েছি। ভেবেছি, এই অনাদরের সত্যকে জানুক সবাই। অন্ততঃ উপন্যাসের মোড়কে,অন্যভাবে।
‘আক্রোশ’ ঘৃণার গল্প হওয়ার কথা ছিল। কতটুকু হয়েছে, জানি না। আমার এই সমস্যা! ভাবি যা, লিখতে গিয়ে বদলে যায়। ঘৃণার গল্প বলতে গিয়ে ভালবাসার কথাই কি বলে ফেলেছি আমি!
হয়তো এটাও সত্য। ঘৃণার সঙ্গে ভালবাসা অবিচ্ছেদ্য। বিষাক্ত হৃদয়েও থাকে তাই লুকোচাপা উর্বরতা। কোন এক পবিত্র ফুল ফোটে সেখানেও।
আসিফ নজরুল
নজরুল হাউজ, লন্ডন