“ইতিহাসের চমকপ্রদ কাহিনী” বইয়ের ফ্ল্যাপের লেখা:
ইতিহাস মানেই সত্য কথন, কাহিনী। আর কাহিনী মাত্রই ঘটনা-দুর্ঘটনার বিচিত্র সমাহার। ইতিহাসের কিছু কিছু ঘটন-অঘটন বদলে দেয় সমাজ, রাষ্ট্র, সভ্যতা এমনকি ভূগােলও। এরকম কয়েকটি সাড়া-জাগানাে কাহিনী, ইতিহাস থেকে তুলে আনা হয়েছে এই বইয়ে। ‘ছােটদের নির্বাচিত ইতিহাসের চমকপ্রদ কাহিনী’ইস্কুল পড়ুয়া আর ইতিহাস সন্ধিস্যু কিশাের-কিশােরীদের একটি ব্যতিক্রমধর্মী বই পড়ার আনন্দ দেবে আশা করি।