ভূমিকা
বর্তমান সময়ে সারা বিশ্বের তথ্য সম্ভারকে হাতের মুঠোয় আনার এবং তথ্য যোগাযোগের অভাবনীয় মাধ্যম হলো ইন্টারনেট। এর বিশাল পরিমণ্ডলে রয়েছে- বিচিত্র বিষয়ের তথ্যানুসন্ধানের অবাধ সুযোগ, অন-লাইন আলাপচারিতা (লিখন পদ্ধতি, শব্দময় বাক্যালাপ পদ্ধতি, সচিত্র আলাপচারিতা), পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য প্রচলিত ই-কমার্স সুবিধা, সংগীত ও চলচ্চিত্র উপভোগ, সকল বিষয়ের সর্বশেষ বিশ্ব-সংবাদ প্রাপ্তি ইত্যাদি।
এত সকল বিষয়াদির জন্য রয়েছে ভিন্ন ভিন্ন পদ্ধতি। যথাযথ পদ্ধতি অনুসরণ না করলে, উল্লিখিত সুবিধার কোনটিই আপনি উপভোগ করতে পারবেন না। যেমন ব্রাউজিং পদ্ধতি অনুসরণে তথ্যভাণ্ডারে প্রবেশের জন্য প্রয়োজন হবে- উপযুক্ত একটি ব্রাউজার, প্রয়োজন হবে তথ্য ভাণ্ডারে প্রবেশের জন্য যথাযথ ঠিকানা। শব্দযুক্ত বাক্য বিনিময়ের জন্য প্রয়োজন হবে প্রয়োজনীয় সফটওয়্যার ছাড়ও মাইক্রোফোন স্পিকারের মতো হার্ডওয়্যার সামগ্রী। ই-মেইল, নেট-টু ফোন, চ্যাটিং ইত্যাদির জন্য লাগবে এমনি কিছু সহায়ক উপযুক্ত উপকরণ।
এই বইয়ের মাধ্যমে আমি ই্টারনেট ব্যবহারকারীদের অত্যবশ্যকীয় কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি মাত্র। এটি অবশ্যই ইন্টারনেট ব্যবহারের সকল তথ্যের অব্যর্থ বই নয়। এর বিষয়াবলীকে উপস্থাপন করা হয়েছে সহজাত কিছু প্রশ্নের দ্বারা এবং সমাধান দেওয়া হয়েছে বিবরণমূলক উত্তরের মধ্য দিয়ে। যাঁরা কখনো ইন্টারনেট ব্যবহার করেন, নি তাঁদের জন্যই সহজতর আঙ্গিকে এই বইটি প্রণীত হলো। ব্যবহারিক সুবিধার কথা বিবেচনা করে বইটি সাজানো হয়েছে বিষয়ানুসারে। আশা করি বেইটি পাঠকদের বহুবিধ চাহিদা মেটাতে সক্ষম হবে।
ধন্যবাদ
কামরুল হায়দার
সূচিপত্র
* ইন্টারনেটের সাধারণ পরিচিতি
* ব্রাউজার ও ব্রাউজিং
* ডাউনলোড ও তার ব্যবহার
* ইমেইল
* চ্যাট
* ইন্টারনেট ফোন ও ফ্যাক্স
* সহায়ক পাঠ
* পরিশিষ্ট