ভাষা মানুষের জন্মসূত্রে পাওয়া। তাহা এতই স্বাভাবিক যে চলাফেরা বা শাসক্রিয়ার মতাে স্বয়ংক্রিয় বৃত্তি বলিয়া মনে হয়। কিন্তু ভাষা মানুষের জন্মলব্ধ সংস্কার অথবা শরীরচেষ্টাগত অভ্যাসমাত্র নহে। প্রখ্যাত ভাষাবিদ ও মনস্বী পণ্ডিত ড. সুকুমার সেনের এই কথাগুলাে যথার্থ। সহজে পেয়েছি বলে ভাষা খুব সহজ ব্যাপার নয়। বরং এর অন্ধিসন্ধিতে জড়িয়ে আছে শুদ্ধ্যশুদ্ধির নানা প্রশ্ন, রীতিগত বহু জিজ্ঞাসা। সেইসব জিজ্ঞাসার জবাব খুঁজে পেতেই বেরােল এই বই ‘ছড়ায় ছড়ায় শুদ্ধ ভাষা’। ছড়ার হালকা চালে ভাষার শুদ্ধতাসন্ধানের এই প্রয়াস যেমন অভিনব, তেমনি অনন্য।