কী সুন্দর জোছনা! তােমার কি ভাগ্য। আজ জোছনা? তােমার কি খুব কষ্ট | হচ্ছে? কিছুক্ষণের মধ্যেই তােমার আর কষ্ট হবে না। তখন আরাম পাবে। কেউ। তােমাকে ঘুমের সময় বিরক্ত করবে না।। বলেই লাবু চলে গেল । সবাই কাঁদছে,। ইরার ঘরের জানালা দিয়ে আকাশের। চাদটা সবাইকে দেখছে। খানিকটা মেঘ সরে গেল, এক টুকরাে আলাে এসে পড়ল ইরার গায়ে, যেন চাদটা তার নরম আলাের স্পর্শে ইরার সব যন্ত্রণা দূর। করতে চাইছে।