“গল্পমালা – ৫” বইয়ের ফ্ল্যাপের লেখা:
নরেন্দ্রনাথের গল্পগ্রন্থগুলি, দুঃখের বিষয়, বহুকাল যাবৎ দুষ্প্রাপ্য ছিল। অগ্রন্থিত গল্পের সংখ্যাও কম নয়। অথচ নিত্যই তাঁর বিভিন্ন গল্পের খোঁজ করেন অনুরাগী পাঠক, গবেষক কিংবা চিত্রপরিচালক। তাঁদের সেই চাহিদার কথা ভেবেই নরেন্দ্রনাথের নানা মাপের পঞ্চাশটি করে গল্প নিয়ে প্রকাশিত হয়ে চলেছে, ‘গল্পমালা’র একেকটি খণ্ড। এর আগে চারটি খণ্ড বেরিয়েছে। এবারের এই পঞ্চম খণ্ডেও ধরা রইল প্রায়-হারিয়ে-যাওয়া অথচ অবিস্মরণীয় পঞ্চাশটি স্বভাবসিদ্ধ গল্প। যেসব গল্পের জন্যই গল্পকাররূপে নরেন্দ্রনাথের খ্যাতি এবং যার মধ্য দিয়েই তাঁর প্রভূত মূল্যায়ন সম্ভবপর। এ-সংকলনের কোনও ভূমিকা নেই। তার বদলে আছে গল্প ভাল লাগা না লাগা বিষয়ে নরেন্দ্রনাথেরই একটি রচনা : ‘ভাল লাগা না লাগা। প্রথম চারটি খণ্ডের মতাে এ-খণ্ডের গল্পগুলিও রচনাকালের ক্রম-অনুসারে বিন্যস্ত। প্রতিটি গল্পের শেষে রচনাকালের উল্লেখ রয়েছে। আর রয়েছে অন্তর্ভুক্ত গল্পাবলির পত্র-পত্রিকায় প্রথম প্রকাশের নির্দেশিকা।