“পিকুর ডায়রি ও অন্যান্য” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
সংখ্যায় কম, তা বলে সত্যজিৎ রায়। পুরােপুরি-বড়দের লেখা একেবারে লেখেননি, তা নয়। সেই সমূদয় গল্প ও আংশিক একটি চিত্রনাট্য নিয়ে প্রকাশিত হল। এই বহু প্রতীক্ষিত গ্রন্থ। প্রাপ্তবয়স্কদের জন্য লেখা সত্যজিত রায়ের প্রথম গল্পের নাম“আর্যশেখরের জন্ম ও মৃত্যু’; প্রকাশিত হয় অধুনালুপ্ত এক সপ্তাহিকে। দ্বিতীয় গল্প-পিকুর ডায়রি’ এটি লেখেন পূজাসংখ্যা আনন্দবাজার পত্রিকায়। এই গল্পের ভিত্তিতেই সত্যজিৎ রায় নির্মাণ করেন “পিক’ নামের বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য ছবিটি। তবে, সে ছবির চিত্রনাট্যের সঙ্গে মুল গল্পের যত না মিল, বেমিল যে তার ঢের বেশী, গল্পটি পড়লেই বােঝা যাবে। এই দুটি গল্প ছাড়াও এই সংকলনে আরও যে দুটি রচনা‘ময়ূরকণ্ঠি জেলি’ ও ‘সবুজ মানুষ’- সে দুটি বিজ্ঞান ভিত্তিক কাহিনী বা সায়েন্স ফ্যান্টাসির পর্যায়ে পড়ে। এ বইতে আর রয়েছে ‘শাখা-প্রশাখা’ নামের একটি চিত্রনাট্যের প্রথম পর্ব এরও আকর্ষণ কম নয়।