“বাহিরপানে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
লিনার চোদ্দো বছর বয়সে মা চলে যায় প্রেমিকের কাছে। মদ্যপ বাবার উদাসীন অভিভাবকত্বে বড় হতে থাকে সে। পরিস্থিতির সুযােগ নিয়ে ইলিনা মা-বাবার কাছ থেকে যথেচ্ছ হাতখরচ আদায় করতে শিখে যায়। একবার মােটা অঙ্কের টাকা না পেয়ে সে। প্রাইভেট টিউটরের কাছে চায়। সেই টাকা গ্রহণ করে বিপদ বাড়ে তার। স্যারের মরিয়া প্রেম নিবেদন থেকে মুক্তি পেতে ছােট্ট এন জি ও সংস্থার কর্মী সাম্যকে ব্যবহার করতে চায় ইলিনা। কিন্তু সাম্যর কাজের সঙ্গে জড়িয়ে গিয়ে সে দেখতে পায় সচ্ছল, সুবিধাভােগী শ্রেণির বাইরে পড়ে আছে বিশাল এক পৃথিবী, যেখানে শােষিত, নিপীড়িত মানুষদের চোখ থেকে এখনও বাঁচার স্বপ্ন মুছে যায়নি। সাম্যর সঙ্গে সেই পৃথিবীর আকাশে উড়ান দেবে কি ইলিনা? সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘বাহিরপানে’ উপন্যাসে দুঃখী একটি মেয়ের জন্য অপেক্ষা করে থাকে গরিব মানুষের ভালবাসার ভুবন।