প্রতিদিন সারা বিশ্বে অগণিত ঘটনা ঘটে। কেন মাত্র কিছুসংখ্যক ঘটনা সংবাদে পরিণত হয়? কেন জনগণ এসব ঘটনা জানতে আগ্রহী হয়ে ওঠে, আবার কোনো কোনো ঘটনা একেবারেই উপেক্ষিত থেকে যায়? এসব ঘটনার সংবাদমূল্য নির্ধারণ করে কে? অন্তর্নিহিত সত্তাগতভাবেই এসব ঘটনার মধ্যে কোনো কোনোটি কি সংবাদে পরিণত হয় আর কোনোটি হয় না? কিংবা সংবাদ কাহিনী উপস্থাপনের প্রক্রিয়ায় এর ব্যাখ্যা বিশ্লেষণ দাবি করে? এসব ঘটনার ওপর ভিত্তি করে কীভাবে বৈচিত্র্যময় সংবাদ কাহিনী ও ছবি উপস্থাপন করা হয়; এই উপস্থাপনা কীভাবে পরবর্তী ঘটনা পরম্পরা ও এর ব্যাখ্যা বিশ্লেষণকে প্রভাবিত করে? এসব আলাপ-আলোচনা কে বা কেন নিয়ন্ত্রণ করে? এসব সংবাদ কাহিনীর উপস্থাপনা ও পুনরুৎপাদন কোনো ক্ষমতাধর ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে কথা বলে না দুর্বল জনগোষ্ঠীর স্বার্থ নিশ্চিত করে? এসব সংবাদ কাহিনী কি এই জগতে আমাদের অবস্থানকে সংজ্ঞায়িত করে, নির্মাণ করে আমাদের পরিচয় সত্তা কিংবা অন্য দেশ ও জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ও মাত্রা ও ধরণ? সাংবাদিকতা ও সংবাদ শিল্পকে সম্যকভাবে উপলব্ধি করার ক্ষেত্রে এ রকম হাজারও প্রশ্ন আমাদের বোধ ও চৈতন্যে ক্রিয়া করে। এই গ্রন্থে এসব প্রশ্নকে কেন্দ্র করেই সামগ্রিক বক্তব্য হাজির করা হয়েছে। প্রত্যক্ষ উত্তর দেওয়ার বদলে সার্বিক উপলব্ধি, আলোচনা, বিশ্লেষণ ও অন্তর্দৃষ্টিকে উস্কে দেওয়ার প্রয়াস চালানো হয়েছে।