বদলের কথা যতই বলি, এত সহজ নয়। দেশ বদলাতে হলে সমাজ-ব্যবস্থা বদলাতে হবে আগে। সমাজ-ব্যবস্থা বদলানাের দায়িত্ব যাদের, তাদের অধিকাংশের মস্তিষ্কে তাে বটেই, মনের গভীরেও গেঁথে আছে অন্যায় আর দুর্নীতির বিষাক্ত পােকা।
টোকা দিলেই কি পােকাগুলাে ঝরে যাবে? সরে যাবে দূরে? এত সহজ নয়।
তারপরও কাগজ-কলম সম্বল করে টোকা দেওয়ার সাহসী চেষ্টা। উদ্দেশ্য একটাই- যথা সময়ে, যথা-মানুষের। যথাস্থানে টোকা দিয়ে পােকাগুলােকে সাবধান করে দেওয়া। তাতে যদি ভেজালের মহাসমুদ্রে এক বিন্দু জলও শুদ্ধ হয়, বদলের স্বপ্ন দেখার শুরু তাে সেখান থেকেই হতে পারে।
প্রতিনিয়ত ঘটে যাওয়া অনিয়ম আর দুর্নীতির ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা রম্য-বিদ্রুপ রচনাগুলাে মলাটবন্দী করে পাঠকের সামনে হাজির করা হলাে।