এলিঅটের কবিতা

৳ 180.00

লেখক বিষ্ণু দে
প্রকাশক আনন্দ পাবলিশার্স (ভারত)
আইএসবিএন
(ISBN)
9789350400586
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৭০
সংস্কার 2nd Printed, 2015
দেশ ভারত

“এলিঅটের কবিতা” বইয়ের সূচীপত্র:
*জে অ্যালফ্রেড ফ্রকের নামগান (যদি জানিতাম যাকে দিতেছি উত্তর)
*হেলেন-মাসি (মিস হেলেন স্লিংসবি ছিলেন আমার চিরকুমারী মাসিমা)
*চড়কের গান (১) (যেহেতু রাখি না আশা ফেরবার আর)
*চড়কের গান (২) (হে ভদ্রা, জয়িত্রী গাছতলায় তিনটি শ্বেত চিতা)
*চড়কের গান (৩) (দ্বিতীয় সিঁড়ির সারে প্রথম বাঁকের তেমাথায়)
*চড়কের গান (৪) (কার আনাগােনা ঐ অতসী ও অতসীর মাঝে)
*চড়কের গান (৫) (যদি লুপ্ত বা লুপ্ত হয়, যদি নিঃশেষ অক্ষর হয় শেষ)
*চড়কের গান (৬) (যদিও রাখিনা আশা ফেরবার আর)
*য়ো দোশিজা যাে রাঈ (দাড়াও সিঁড়ির সব উঁচু পইঠায়)
*জরায়ণ (এই তাে রয়েছি এক বুড়াে, ভিজে ভাদুরে বাদলে)
*ফাপা মানুষ (আমরা সব ফাপা মানুষ)
*লাফিয়ে উঠল হাওয়া (চারটে নাগাদ লাফিয়ে উঠল হাওয়া)
*জীবকণা (ঈশ্বরের হাত হতে বাহিরায় সরল হৃদয়’)
*রাজর্ষিদের যাত্রা (আমাদের সে যাত্রা হিমে)
*সিমেঅনের গান (প্রভু! আজ রােমান হায়াসিন্থ টবে ফুটছে, আর)
*মারিনা (কত না সমুদ্র কোন্ বালুতীর ধূসর পাহাড়)
*কোরিওলান (১। স্বাগত হে বীর। পাথর, পিতল, আর পাথর…)
*কোরিওলান (২। কর্ণের খেদ। ক্ৰন্দন কিসের ক্রন্দন করব বললা?)
*নিসর্গ দৃশ্য
(নিউ হ্যাম্পশিঅর। বউলের মাস আর ফলের মাসের মাঝে)
(ভর্জিনিআ। লাল নদী, লাল নদী)
(অস। ভেঙোনা হঠাৎ ডাল অথবা কোরােনা আশা)
(র্যান বাই গ্লেকো। এখানে উপােসী কাক…)
(কেপ অ্যা। আহা! চট্‌পট্ চট্ৰপট্‌ শােননা…)
*এক বৃদ্ধ ব্যক্তির জন্য কয়ছত্র (বাঘও তার বাঘের কন্দরে)
*বরন নটর (বর্তমানকাল আর গতকাল উভয়ে বুঝিবা)
*আফ্রিকায় নিহত… (প্রতিমানুষের গন্তব্য আপন গ্রাম)
*আমার স্ত্রীকে উৎসর্গ-পত্র (যার দানে পেয়েছি এ উৎপ্লবী পুলক)
*শেষ কথা

বিষ্ণু দে (১৮ জুলাই ১৯০৯ - ৩ ডিসেম্বর ১৯৮২) একজন বিখ্যাত বাঙালি কবি লেখক এবং চলচ্চিত্র সমালোচক। তিনি ১৯৭১ সালে তাঁর স্মৃতি সত্তা ভবিষ্যৎ বইটির জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ লাভ করেন। বিষ্ণু দের পিতা অবিনাশ চন্দ্র দে ছিলেন একজন অ্যাটর্নি। বিষ্ণু দে কলকাতার মিত্র ইনস্টিটিউট এবং সংস্কৃত কলেজিয়েট স্কুল-এ পড়াশোনা করেন । ১৯২৭ সালে ম্যাট্রিকুলেশন পাস করার পর বঙ্গবাসী কলেজে আইএ পড়তে যান। ১৯৩২ সালে সাম্মানিক ইংরাজি বিষয়ে স্নাতক হন সেন্ট পল্‌স কলেজ থেকে। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে এম এ করেন। ১৯৩৫ সালে তিনি রিপন কলেজে (অধুনা সুরেন্দ্রনাথ কলেজ) যোগদান করেন শিক্ষক হিসেবে। এরপর তিনি ১৯৪৪ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রেসিডেন্সি কলেজে এবং ১৯৪৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি মৌলানা আজাদ কলেজে পড়ান। এরপর তিনি কৃষ্ণনগর সরকারি কলেজেও অধ্যাপনার কাজ করেছেন। ১৯২৩ সালে কল্লোল পত্রিকা প্রকাশের মাধ্যমে যে সাহিত্য আন্দোলনের সূচনা হয়েছিল কবি বিষ্ণু দে তার একজন দিশারী। রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় তার অবদান বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে। ১৯৩০ সালে কল্লোলের প্রকাশনা বন্ধ হলে তিনি সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় পত্রিকায় যোগদান করেন এবং সেখানে একজন সম্পাদক হিসাবে ১৯৪৭ সাল পর্যন্ত কাজ করেন। ১৯৪৮ সালে চঞ্চল কুমার চট্টোপাধ্যায়ের সহায়তায় তিনি সাহিত্য পত্র প্রকাশ করেন। তিনি নিরুক্তা নামের একটি পত্রিকাও সম্পাদনা করেছিলেন। তার কবিতার মূল উপজীব্য হল মানুষ, তার সংগ্রাম ও রাজনীতি, সেখানে সমকালীন জীবনের, দেশ ও কালের, রাজনীতি ও সমাজের প্রতিধ্বনি। প্রথমদিকে প্রাচ্য ও প্রতীচ্যের দুই সংস্কৃতিরই প্রভাব পড়েছে তার লেখায়। দেশীয় পুরাণ, ইতিহাস, দর্শন, শিল্পসাহিত্য থেকে ইউরোপীয় ক্লাসিক ও আধুনিক শিল্প সাহিত্যের প্রভাব এবং পরে দুই বিশ্বযুদ্ধের মাঝখানের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা, তেভাগা-আন্দোলন ইত্যাদি থেকে শুরু করে স্বাধীনতার পরের ঘটনাবহুল জীবন ও আন্দোলন তাঁর কবিতায় সরাসরি ছায়া ফেলেছে। তিনি বামপন্থী দর্শন দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। এছাড়া কবি টি এস এলিয়টের রচনাশৈলী এবং ভাবনা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি ছড়ানো এই জীবন নামে একটি আত্মজীবনী লিখেছিলেন। এছাড়াও অনুবাদের কাজ করেছেন। তার অনুবাদ গ্রন্থের মধ্যে আছে এলিয়ট, পল অ্যালুয়ার ও মাও-ৎ-সেতুঙের কবিতা। বিষ্ণু দে'র সঙ্গে শিল্পকলা বিশেষজ্ঞ শাহেদ সোহরাওয়ার্দী ও শিল্পী যামিনী রায়ের বন্ধুত্ব ছিল। তিনি অঙ্কন শিল্পের উপর কিছু বই রচনা করেন, যেমন আর্ট অফ যামিনী রয়(সহযোগে) দ্য পেন্টিংস অফ রবীন্দ্রনাথ টেগোর (১৯৫৮) এবং ইন্ডিয়া অ্যান্ড মডার্ন আর্ট (১৯৫৯)। তিনি ক্যালকাটা গ্রুপ সেন্টার, সোভিয়েত ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, প্রগতি লেখক শিল্পী সংঘ, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েসন, ভারতীয় গণনাট্য সংঘ প্রভৃতি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছবিও আঁকতেন। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার, নেহরু স্মৃতি পুরস্কার, এবং জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। এছাড়া তিনি সোভিয়েত ল্যান্ড অ্যাওয়ার্ড পান।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ