মতি নন্দী আমার ছেলেবেলার বন্ধু। আমরা যদিও এক সঙ্গে স্কুলে বা কলেজে পড়িনি, উত্তর কলকাতার কাছাকাছি পাড়ায় থাকতাম। প্রতি রবিবার সকালে আমাদের বাড়ির বাইরের ঘরে অনেক বন্ধুবান্ধব আসততা, কেউ কেউ নতুন লেখা কবিতা বা গল্প পড়ে শােনাতাে। আমরা সবাই তখন নতুন লেখক। একদিন আমাদের এক বন্ধু বললাে যে, তাদের বাড়ির পাশেই একটি ছেলে থাকে, সে গল্প-টল্প লেখে, সে একদিন এই আড্ডায় আসতে চায়, তাকে কী নিয়ে আসা যাবে? আমি বললাম, নিয়ে এসাে, দেখা যাক। | প্রথমদিন তাকে লাজুক মনে হয়েছিল। আসলে তাে লাজুক নয়, কম কথা বলে। সে মাথা নিচু করে ‘ছাদ’ নামে একটা ছােটগল্প গড়গড় করে পড়ে গেল। খুব একটা ভালাে করে পড়তে পারে না, কিন্তু সে গল্প শুনে আমরা তাজ্জব। খুবই শক্তিশালী রচনা। মতি নন্দীকে মােটেই নতুন লেখক মনে হয় না। আমার মনে হলাে, আমাদের সকলের চেয়ে মতি নন্দী অনেক ভালাে লেখে। সেই থেকে বন্ধুত্ব হয়ে গেল তার সঙ্গে।