২৫টি প্রেমের গল্প

৳ 540.00

লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়
প্রকাশক দীপ প্রকাশন (ভারত)
আইএসবিএন
(ISBN)
9789386219831
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৩২৪
সংস্কার 1st Published, 2018
দেশ ভারত

‘২৫টি প্রেমের গল্প’ বই এর ফ্ল্যাপের লেখা
জীবনের পবিত্রতম অনুভূতিটির নাম হল–প্রেম; আবার রহস্যময়তারও। বয়সের নানা বাঁকে, কৈশোর থেকে যৌবন—এমনকি প্রৌঢ়ত্বেও প্রেমের বর্ণবিচ্ছুরণে, তার প্রহেলিকায় বিস্মিত ও অভিভূত হই আমরা। নানা রঙ, নানা রূপ, নানা রস এবং গন্ধে সুরভিত এই ভালোবাসার আখ্যান শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো বরেণ্য কথাকারের কলমে বুঝি আরও বিচিত্র, আরও মাধুর্যের আস্বাদ বয়ে আনে। প্রেমের নির্দিষ্ট সংজ্ঞার সীমানা ছাড়িয়ে সেসব গল্প হয়ে ওঠে বৃহত্তর অর্থে—জীবনের। যে জীবনের খাঁজে খাঁজে আলোছায়ায় ভালোবাসার রহস্য গাঢ়, গূড়, গভীর, ইঙ্গিতবাহী এবং চমকপ্রদ। শীর্ষেন্দুর রত্নভান্ডার থেকে চয়ন করা এরকমই পঁচিশটি মুক্তোর মতো ভালোবাসার উপহার এই সংকলনে গেঁথে দেওয়া হল পাঠক-পাঠিকার উদ্দেশে। সেই গোড়ার দিকের লেখা ‘দূরত্ব’ থেকে মধ্যপর্বের ‘ত্রয়ী’ হয়ে হালআমলের ‘অতসীকায়া’ পর্যন্ত প্রত্যেকটি গল্পে প্রেমের পিপাসা তীব্র থেকে তীব্রতর হয়েও এনে দেবে এক অমলিন তৃপ্তির আনন্দ।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৯৩৫ সালের ২রা নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের টালমাটাল সময়ে পরিবারসমেত কলকাতা পাড়ি জমান। বাবার চাকরির সুবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শৈশব কেটেছে তার। কোচবিহার বোর্ডিং স্কুলে প্রাথমিক শিক্ষা অর্জন করেন তিনি। মাধ্যমিক পাস করেন কোচবিহার ভিক্টোরিয়া কলেজ থেকে। পরে কলকাতা কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। শীর্ষেন্দু তার পেশাজীবন শুরু করেন শিক্ষকতার মাধ্যমে। দৈনিক আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতাও করেছেন কিছুদিন। বর্তমানে সাহিত্য পত্রিকা দেশ-এর সহকারী সম্পাদক পদে নিয়োজিত আছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছোটবেলা থেকেই ভীষণ বইপড়ুয়া ছিলেন। হাতের কাছে যা পেতেন তা-ই পড়তেন। খুব ছোটবেলাতেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশংকর বন্দোপাধ্যায় এর মতো লেখকদের রচনাবলী পড়ে শেষ করেছেন। এই পড়ার অভ্যাসই তার লেখক সত্ত্বাকে জাগিয়ে তোলে। ১৯৫৯ সালে দেশ পত্রিকায় তার প্রথম গল্প ‘জলতরঙ্গ’ প্রকাশিত হয়। দীর্ঘ ৭ বছর পর দেশ পত্রিকাতেই প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’। এরপর থেকেই নিয়মিত লিখতে থাকেন তিনি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বই এর সংখ্যা দু’শতাধিক। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস পার্থিব, দূরবীন, মানবজমিন, গয়নার বাক্স, যাও পাখি, পারাপার ইত্যাদি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর রহস্য সমগ্র রহস্যপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রায় ৪০ এর অধিক রহস্য গল্প প্রকাশিত হয়েছে ‘অদ্ভুতুরে সিরিজ’ নামকরণে। মনোজদের অদ্ভুত বাড়ি, ভুতুড়ে ঘড়ি, হেতমগড়ের গুপ্তধন, নন্দীবাড়ির শাঁখ, ছায়াময় ইত্যাদি এই সিরিজের অন্তর্ভুক্ত। এছাড়াও তিনি বেশ কিছু ছোটগল্প রচনা করেছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বই সমূহ দুই বাংলায় পাঠকপ্রিয়তা পেয়েছে সমানতালে। এছাড়াও শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বই সমগ্র অবলম্বনে বিভিন্ন সময় চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার উপন্যাস ‘যাও পাখি’ এবং ‘মানবজমিন’ নিয়ে বাংলাদেশেও ধারাবাহিক নাটক নির্মিত হয়েছে। তার সৃষ্ট চরিত্র শাবর দাশগুপ্ত এবং ধ্রুব পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। সাহিত্যে অবদানের জন্য অনেক পুরস্কার পেয়েছেন তিনি। শিশু-কিশোরদের জন্য লেখা উপন্যাস ‘মনোজদের অদ্ভুত বাড়ি’র জন্য ১৯৮৫ সালে ‘বিদ্যাসাগর পুরস্কার’ পান। ১৯৭৩ এবং ১৯৯০ সালে পেয়েছেন ‘আনন্দ পুরস্কার'। ১৯৮৮ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য অর্জন করেন ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’। এছাড়াও, ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত সম্মান ‘বঙ্গবিভূষণ’ লাভ করেন তিনি।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ