সিডনির পথে পথেঃ বিরূপাক্ষ পাল ১৯৯৬ সালে অস্ট্রেলিয়া যান। টানা চার বছর দেশে থাকা অবস্থায় জনকণ্ঠ পত্রিকায়, পাক্ষিক কলাম লিখতেন সিডনির পথে পথে।
লেখক সিডনি যাওয়া অবধি শুরু করে সেখানে গৃহ প্রবেশ হওয়া থেকে বিভিন্ন কাহিনি বিশ্লেষণ করেছেন।
সিডনির বিভিন্ন কালচার, সংস্কৃতি, বৈশিষ্ট্য, নিজের দেশ আর বিদেশের মধ্যাকার পার্থক্য তুলে ধরেছেন।
বুঝাতে চেয়েছেন যে দেশ আর বিদেশ কত পার্থক্য। তাছাড়া তিনি সেখানে বিপরীত পরিবেশের সম্মুখীন হয়েছেন, কিভাবে কাটিয়ে উঠেছেন তাও উল্লেখ করেছেন বইটিতে। সিডনির বিভিন্ন সুন্দর জায়গায় ভ্রমণ করার কাহিনি তিনি সুনিপণভাবে লিপিবদ্ধ করেছেন তা শ্রোতাদের অনুধাবন করার জন্য নিজের ভাষায় উল্লেখ করেছেন।