“উপন্যাসের শিল্পরূপ” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
উপন্যাসের শিল্পরূপ’ বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩৬৬ সালে (ইং ১৯৫৯)। বর্তমান সংস্করণটি এর দ্বিতীয় প্রকাশ। প্রথম প্রকাশের মূলতত্ত্বের কাঠামােটিকে ঠিক রেখে দ্বিতীয় প্রকাশটি অনেকখানি নতুন করে লেখা। বইটির আকৃতিও বেড়ে গিয়েছে বিস্তারিত ব্যাখ্যাবিশ্লেষণের দরুন। বিশ শতকের পঞ্চাশের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যুগসন্ধিক্ষণে উপন্যাসের শিল্পরূপ এবং বিশেষ করে মনস্তাত্ত্বিকতা যে ধরনের ভাঙ্গাগড়ার সম্মুখীন হয়েছিল, তা এই শিল্পরূপটির অব্যাহত ধারাকে নানারকম ধোঁয়ায় আচ্ছন্ন করেছিল। এর ভবিষ্যৎ সম্বন্ধে সংশয় দেখা দিয়েছিল। এই শিল্পরূপ যেভাবে শত শত বছরে গড়ে উঠেছে সেভাবেই বাঁচবে কি-না এবং যদি বাঁচে তবে কিভাবে বাঁচবে এবং কোথায় কাদের হাতে বাঁচবে, এই প্রশ্নগুলাে প্রবল হয়ে দেখা দিয়েছিল। এই সংকট ও উজ্জীবনের মূলপ্রশ্নকে সামনে রেখেই প্রথমে নিবন্ধের আকারে এবং পরে বই’-এর আকারে ‘উপন্যাসের শিল্পরূপ’ লিখিত হয়েছিল।