“নির্বাচিত প্রবন্ধ” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
প্রমথ চৌধুরীর ‘নির্বাচিত প্রবন্ধ’ গ্রন্থে তেরটি প্রবন্ধ সংকলন করা হয়েছে। প্রবন্ধগুলাে হলাে-বঙ্গসাহিত্যের নবযুগ, সবুজপত্রের মুখপত্র, সবুজপত্র, সাহিত্যে খেলা, বইপড়া, বীরবল, কথার কথা, যৌবনে দাও রাজটিকা, আমরা ও তােমরা, বর্ষা, সাধুভাষা বনাম চলিতভাষা, আমাদের ভাষা সংকট ও বর্তমান বঙ্গসাহিত্য। শুধু প্রাবন্ধিক হিসেবেই নন, গল্পকার ও সনেটকার হিসেবেও বাংলাসাহিত্যে তিনি অবদান রেখেছেন।
‘নির্বাচিত প্রবন্ধ’ সংকলনের প্রথম রচনা ‘বঙ্গসাহিত্যে নবযুগ’। এ প্রবন্ধে লেখক যুগ পরিবর্তনের সাথে সাথে সাহিত্যের অঙ্গনেও যে নবধারা সৃষ্টি হয়েছে, নতুনের ছোঁয়া লেগেছে সেকথা ব্যক্ত করেছেন। বাংলা সাহিত্য হাজার বছরের ঐতিহ্যে লালিত। জন্মলগ্ন থেকেই বাংলা সাহিত্য ধর্মীয় চেতনাকে উপজীব্য করেছে। সাহিত্যের ইতিহাসকারগণ বাংলা সাহিত্যকে প্রধানত তিনটি যুগে ভাগ করেছেন-প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ।