কবিতা চিরদিনই নতুন।সেই নতুন কথাকে সহজ করে বলা ততটাই কঠিন।সেই কঠিনকে যারা ভালোবাসেন,তারা গভীর খুঁড়ে মধু খেতে চান।পুলক হাসানও সেই গভীরে সাঁতার দিয়েছেন,তুলে আনতে চেয়েছেন কবিতার ভেতরের নাড়িনক্ষত্রের কথা। কবিতার ভাবনাকে প্রচল কথায় তুলে ধরতে চেয়েছেন লেখক।তুলে ধরেছেন অনেক কবিতার ভেতর-বাহির।এই বই তাই অনেক কাব্যকথার আরেক যোগসূত্র।