বই পরিচিতি:
ছোট্ট একটা চিলেকোঠায় ভালবাসার দুজন কপত-কপতি, আসিফ এবং পৃথার বাস। সাধারণ মধ্যবিত্ত পরিবারেও এ দম্পতি চরম সুখের চাদরে আবৃত। অর্থ আর প্রাচুর্য্য ছাড়াও জীবনে সুখী হওয়া যায়, তা চিলেকোঠায় বসবাসরত ভালবাসার রঙে রঙিন দুজন মানব-মানবীকে দেখলে বোঝা যায়। বৃষ্টি বিলাসী মেয়ে পৃথা তার কল্পনার ক্যানভাসে আসিফকে নিয়ে মন ভেজায় প্রিয় চিলেকোঠার ছাদে। স্বপ্ন দেখে কোন এক ঝুম বরষায় আসিফের দুহাত ধরে মন-প্রাণ উজাড় করে বৃষ্টি জলে সিক্ত হবার। পৃথার সেই স্বপ্ন কি পূরণ হয়েছিলো? আসিফ কি পেরেছিলো তার চিলেকোঠার রানীর কথা রাখতে? এক পশলা বৃষ্টি শেষ পর্যন্ত পেরেছিলো ছোট্ট চিলেকোঠায় সুখের পরশ বুলিয়ে দিতে? জানতে হলে পড়ুন আমার প্রথম উপন্যাস ‘চিলেকোঠা’।