“গ্যালিলেও” বইটির সম্পর্কে কিছু কথা:
এই জীবনীটি ছােটদের জন্য লেখা হয়েছে। গ্যালিলেওর জীবনী ইংরেজি ভাষায় প্রচুর আছে। বাংলাতেও কম নেই। বিশেষভাবে উল্লেখ করা যায় শিবাজী বন্দ্যোপাধ্যায়ের লেখা অসাধারণ জীবনীগ্রন্থটির (প্যাপিরাস, কলকাতা, ২০১০) কথা। গ্যালিলেওর জীবনী আমি যেভাবে জেনেছি, যতটুকু পড়েছি এবং আমি যেভাবে দেখতে চাই এবং দেখাতে চাই—সেই প্রণােদনা থেকেই এই বইটি লেখা হয়েছে। প্রচলিত জীবনীতে গ্যালিলেওর বিপ্লবকে বেশি মাহাত্ম দেওয়া হয়। আমার মনে হয়েছে প্র্যাকটিক্যাল মানুষ হিসেবে তিনি যেভাবে কাজ করেছেন সেটাও জানা উচিত। তাঁর বৈপ্লবিক হয়ে ওঠার প্রেক্ষাপটও জানানাে দরকার। সরস ও মহান না হলেও বইটি হয়ত ‘কাজের’ হবে। ঠিক গ্যালিলেও যেমন চেয়েছিলেন।