ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইজরায়েলের মাসাডা অঞ্চল।পাহাড়ের গভীরে লুকানো এক সমাধি বেরিয়ে এলো ভূমিকম্পের ফলে হওয়া ধ্বসের কারণে। ঘটনাচক্রে সমাধি তদন্তের জন্য হাজির হলো ভিন্ন পেশার তিনজন ব্যক্তি, মিলিটারি ফরেনসিক এক্সপার্ট সার্জেন্ট জর্ডান স্টোন, ভ্যাটিকান পাদ্রি ফাদার রান করজা, এবং প্রত্নতত্ত্ববিদ ডক্ট ইরিন গ্রেঞ্জার। একটি ছোট্ট মেয়ের মমিকৃত লাশকে ক্রুশবিদ্ধ অবস্থায় পাওয়া গেল সেখানে।হঠাৎ প্রাণঘাতী হামলা হলো ওদের উপর। হামলাকারীদের বিশ্বাস, এই সমাধিক্ষেত্রেই লুকায়িত রয়েছে একটি বিতর্কিত গ্রন্থ। দ্য বুক অব ব্লাড। যা কিনা যিশুর নিজ রক্তে ও নিজ হাতে লেখা। সেই গ্রন্থের পিছনে লেগেছে দুটো দল। প্রাণ বাঁচাতে করজা, জর্ডান ও ইরিন ছুটল ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মালম্বীদের পবিত্র স্থান জেরুজালেম-এ। দ্য বুক অব ব্লাড সম্পর্কে জানতে গিয়ে হাজার বছরের পুরোনো ইতিহাসের মুখোমুখি হলো ওরা। যেখানে জন্ম হয়েছে হিংস্র একদল জানোয়ারের। দ্য ব্লাড গজপেল ইতিহাসের বিভিন্ন গোপন কোটর খুলে দেবে পাঠকের জন্য, ফাঁস করে দেবে ক্যাথলিক চার্চের অনেক স্পর্শকাতর তথ্য। উন্মোচিত হবে স্যাঙ্গুইন্স নামের এক গোপন সংঘের পরিচয়। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইজরায়েলের মাসাডা অঞ্চল।পাহাড়ের গভীরে লুকানো এক সমাধি বেরিয়ে এলো ভূমিকম্পের ফলে হওয়া ধ্বসের কারণে। ঘটনাচক্রে সমাধি তদন্তের জন্য হাজির হলো ভিন্ন পেশার তিনজন ব্যক্তি, মিলিটারি ফরেনসিক এক্সপার্ট সার্জেন্ট জর্ডান স্টোন, ভ্যাটিকান পাদ্রি ফাদার রান করজা, এবং প্রত্নতত্ত্ববিদ ডক্ট ইরিন গ্রেঞ্জার। একটি ছোট্ট মেয়ের মমিকৃত লাশকে ক্রুশবিদ্ধ অবস্থায় পাওয়া গেল সেখানে।হঠাৎ প্রাণঘাতী হামলা হলো ওদের উপর। হামলাকারীদের বিশ্বাস, এই সমাধিক্ষেত্রেই লুকায়িত রয়েছে একটি বিতর্কিত গ্রন্থ। দ্য বুক অব ব্লাড। যা কিনা যিশুর নিজ রক্তে ও নিজ হাতে লেখা। সেই গ্রন্থের পিছনে লেগেছে দুটো দল। প্রাণ বাঁচাতে করজা, জর্ডান ও ইরিন ছুটল ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মালম্বীদের পবিত্র স্থান জেরুজালেম-এ। দ্য বুক অব ব্লাড সম্পর্কে জানতে গিয়ে হাজার বছরের পুরোনো ইতিহাসের মুখোমুখি হলো ওরা। যেখানে জন্ম হয়েছে হিংস্র একদল জানোয়ারের। দ্য ব্লাড গজপেল ইতিহাসের বিভিন্ন গোপন কোটর খুলে দেবে পাঠকের জন্য, ফাঁস করে দেবে ক্যাথলিক চার্চের অনেক স্পর্শকাতর তথ্য। উন্মোচিত হবে স্যাঙ্গুইন্স নামের এক গোপন সংঘের পরিচয়।