“এই সংগ্রামে আমিও আদিবাসী বীরাঙ্গনা” বইয়ের প্রতম ফ্ল্যাপ এর লেখা:
১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ ছিল প্রকৃতই একটি জনযুদ্ধ। কারণ এতে এ দেশের নারী-পুরুষ সমানভাবে ঝাঁপিয়ে পড়েছিল। দেশ মাতৃকার সম্মান রক্ষার্থে, দেশের মান রাখতে গিয়ে পাকিস্তানি হানাদার, রাজকার, আল-বদর, আল-শামসের হাতে বাঙালি নারীদের এক উল্লেখযােগ্য অংশ নির্যাতিত ও নিপীড়িত হয়েছিল, হারিয়েছিল তাঁদের মূল্যবান সম্রম। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই চরম জনম দুঃখী নারীদের ‘বীরাঙ্গনা’ আখ্যা দিয়ে সমাজে যথাযথ পুনর্বাসনের চেষ্টা করেছিলেন কিন্তু সমাজ কি তাদের গ্রহণ করেছিল? ধারাবাহিক কয়েকটি খণ্ডের পর এবার আদিবাসী বীরাঙ্গনাদের জীবন-যাপন ও তাদের করুণ ইতিহাস। আলােচিত হয়েছে এই সংগ্রামে আমিও আদিবাসী বীরাঙ্গনা’ নামক-এ গ্রন্থে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে জানতে হলে জানতে হবে বীরাঙ্গনাদের ইতিহাসও। তাদেরকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পূর্ণ হবে না। এ গ্রন্থ পাঠে বীরাঙ্গনাদের দুঃসহ পাশবিক নির্যাতন জানার পাশাপাশি তাঁদের অবস্থানকে নতুন আলােয় উদ্ভাসিত করতে প্রয়ােজনীয় কার্যকর উদ্যোগ নিতে সহায়ক হবে।