লেখক
সাজাহান সাকিদার

সাজাহান সাকিদার

শেয়ার করুন

তিনি জন্মগ্রহণ করেন বগুড়ায়। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকাল থেকেই লেখালেখি শুরু করেন। তবে শৈশব থেকেই বেড়ে উঠেছেন সাংস্কৃতিক পরিমণ্ডলে। পেশা কলেজে শিক্ষকতা। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস : শ্মশানযাত্রীর নরক উল্লাস ৯১৯৯৫), বত্রিশ বিঘা ধানী জমি (২০০০); গল্পগ্রন্থ : পাতালে এক বর্গ (২০০৪), উল্টোরথ (২০০৫)।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান