লেখক

রিফাত চৌধুরী

শেয়ার করুন

আশির দশকের এক তীব্রতম কবি রিফাত চৌধুরী। তার উচ্চারণ মাত্রই কবিতা । নিজস্ব ধাচে কবিতা লেখেন। আর কবিতার বাইরে যে-সব লেখা লেখেন। তা-ও তার কবিতারই সম্প্রসার। গীতল নয় তাঁর কবিতা, কিন্তু তার চিত্রই যেন গান গেয়ে উঠছে। চিত্র – কিন্তু ফোটোগ্রাফ নয়, শাদা-কালাে নয়। বহুবর্ণময় তাঁর কবিতা। বর্ণিলতার অন্তরে লুকিয়ে আছে অর্থময়তা। প্রতীকিতা। বাংলাদেশের কবিতায় রিফাত চৌধুরী এক অভ্যুদয় ।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান